শিরোনাম...

৩য় গনবিজ্ঞপ্তি -২০২১ প্রকাশ পদ ৫৪,৩০৪ (NTRCA)




 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)

রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার ৪র্থ তলা

৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০


তৃতীয় গণবিজ্ঞপ্তি- 2021


সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল,কলেজ,মাদ্রাসার,কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) সমূহের প্রবেশ পর্যায়ে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারীদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত অনলাইনে আবেদন কি অ্যাপ্লিকেশন আহবান করা যাচ্ছে।


স্কুল ও কলেজ

এমপিও ২৬,৮৩৮

নন-এমপিও ৪,২৬৩

মোট- ৩১,১০১


মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা

এমপিও ১৯,১৫৪

নন-এমপিও ১,৮৪২

মোট- ২০,৯৯৬


সংরক্ষিত

এমপিও ২,২০৭

নন-এমপিও --

মোট- ২,২০৭


মোট এমপিও- ৪৮, ১৯৯ নন-এমপিও- ৬,১০৫ সর্বমোট ৫৪,৩০৪


মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল লিভ টু আপিল ৩৪৩/২০১৯নং মামলায় প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে ২,২০৭ টি পদ সংরক্ষিত রেখে অবশিষ্ট ৫,২০৯৭ টি শূন্য পদের বিষয় ও পদ ভিত্তিক তালিকা এনটিআরসি এর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ১ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দে প্রকাশ করা হবে।


আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।


আবেদনকারীর পর ০১ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ১২.০৬.২০১৮ খ্রিস্টাব্দে তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য।



প্রত্যেক আবেদনকারীকে ১০০/- টাকা হারে ফি জমা দিতে হবে নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।


ই- অ্যাপ্লিকেশন পুরন ও ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ৪ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা


ই- অ্যাপ্লিকেশন জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ সময় রাত ১২ ঘটিকা পর্যন্ত। ৩০ এপ্রিল ২০২১ উস তারিখ রাত ১২ হতে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ০৩ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।


শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদ উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে, উক্ত সুপারিশ বাতিলকরণ সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রাপ্ত আবেদন সমূহ সরকারি বিধি বিধান অনুসরণ করে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশের জন্য বাছাই করে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বরাবর সুপারিশ পত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থী কে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।নিয়োগের সুপারিশ এ বর্ণিত সময়ের সীমার মধ্যে যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী এ সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডি বাতিলকরণ এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমপিও নীতিমালা অনুযায়ী ইনডেক্সধারাী শিক্ষকদের বয়স সীমা শিথিলযোগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক নিবন্ধন সনদধারী হিসেবে কর্মরত রয়েছেন, তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের আবেদন সমূহ অন্যান্য প্রার্থীদের নেয় সমন্বিত মেধা তালিকার ভিত্তিতে বাছাইপর্ব নিয়োগ সুপারিশ করা হবে।




প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্য 





কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। dte job 2021

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী রাজস্ব খাতে শূন্যপদে সর...