বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2021
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়
মানবসম্পদ শাখা- ৩
শেরেবাংলা নগর ঢাকা- ১২০৭
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নিম্নবর্ণিত 20 তম গ্রেড প্রাক্তন চতুর্থ শ্রেণি পদ সমূহের সরাসরি নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবিত্ত ও শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
অফিস সহায়ক
গ্রেড- ২০
বেতন 8,250-20,010
পদের সংখ্যা: ৩৭টি
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম এসএসসি পাস। তবে এই তফসিল জারির পূর্বে সচিবালয় কর্মরত দৈনিক ভিত্তিতে বাৎসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস।
অফিস সহায়ক কাম চাবিরক্ষক
গ্রেড- ২০
বেতন: 8,250-20,010
পদের সংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: কোন অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয় কর্মরত দৈনিক ভিত্তিতে বাসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস।
সহকারি ডেসপাস রাইডার
গ্রেড- ২০
বেতন: 8,250-20,010
শিক্ষাগত যোগ্যতা:অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয় কর্মরত দৈনিক ভিত্তিতে বাসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস।
কামরা পরিচালক/পরিচালিকা
গ্রেড- ২০
বেতন: 8,250-20,010
পদের সংখ্যা: ১২টি
শিক্ষাগত যোগ্যতা:অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি পাস। তবে এই তফসিল জারির পূর্বে জাতীয় সংসদ সচিবালয় কর্মরত দৈনিক ভিত্তিতে বাসরিক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস।
নিরাপত্তা প্রহরী
গ্রেড- ২০
বেতন: 8,250-20,010
পদের সংখ্যা: ১৮টি
শিক্ষাগত যোগ্যতা:কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।
পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার)
গ্রেড-২০
বেতন: 8,250-20,010
যোগ্যতা: পেশাদার পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) হতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি রত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে।
কোন ব্যক্তি জাতীয় সংসদ সচিবালয় দৈনিক ভিত্তিতে সাংবাদিক কোন পদে নিয়োগ করা হয়ে থাকলে উল্লেখিত ব্যক্তির সাংবাৎসরিক ভিত্তিতে নিযুক্ত কালীন কার্যকালের জন্য তার যোগ্যতা সাপেক্ষে সংসদ সচিবালয়ের কোন শূন্যপদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তফসিল বর্ণিত সর্বোচ্চ বয়সসীমা শিথিল করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে অনলাইনে আবেদন পত্রের নির্ধারিত স্থানে সাংবাৎসরিক কর্মচারী হিসেবে নিয়োগের তারিখ ও স্মারক নম্বর উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/অভিজ্ঞতার সনদ/কোটার সময় বা প্রমাণ পত্র, জাতীয় পরিচয় পত্র, লাইসেন্স এর মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনের দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দার প্রমানক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার পুত্র কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সাংবাৎসরিক/প্রিভিলেইজ প্রমাণ হিসেবে নিয়োগ পত্র দাখিল করতে হবে।
* অনলাইনে জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯/০৪/২০২১ইং বিকাল ৫টা পর্যন্ত।
Post Comment