শিরোনাম...

সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপ - (২০২০ - ২০২১)

  



বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারন আনসার। 50987 জন প্রশিক্ষিত সাধারন আনসার সদস্য বর্তমানে 4636 টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দের বিমানবন্দর সমুদ্র বন্দর পাওয়ার স্টেশন এর মতো গুরুত্বপূর্ণ কেপিআই শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান হাসপাতাল শিক্ষাপ্রতিষ্ঠান মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল ও অন্যান্য গণপরিবহন রেলস্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনিও হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসাবে নিরাপত্তা সেবা অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহের যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী যাচাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দর্শকদের প্রতিঃ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে উক্ত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন মেয়াদে আনসার ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর পরিচালিত হবে।


প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে।


১। লিঙ্গঃ পুরুষ

২। বয়স 02-May-2021 খ্রি. তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 10-May-2021 খ্রি. তারিখে সর্বোচ্চ 30 বছর 

৩ । ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা জেএসসি/সমমান পাশ

৪। উচ্চতা ৫’-৪”( অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে )


অগ্রধিকার

অধিক উচ্চতার শহীদ পরিবার কিরা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতাসম্পন্ন ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।


রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার শেষ সময়  ১০/০৫/২০২১ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত

আবেদন করার শেষ সময় ১০/০৫/২০২১ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


 রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন-লাইনে প্রদর্শিত বিকাশ/ রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোনাে সমস্যা হলে পরামর্শের জন্য ০১৬২৯৪৬৪২৮৯,০১৫৩৪৭২৬৫৩৫ এবং ০১৮৪০১৯৭২০৭ নম্বরে যোগাযােগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। 


যাচাই বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

* শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।

* জাতীয় পরিচয় পত্রের মূল কপি।

* চারিত্রিক সনদপত্রের মূল কপি।

*  নাগরিকত্ব সনদের মূল কপি।

* অনলাইন রেজিস্ট্রেশন এর কনফার্মেশন ডকুমেন্টের (প্রবেশপত্রের মূল) কপি।

* ক থেকে ম পর্যন্ত সকল ডকুমেন্ট এর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি।

* গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

* প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।







কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। dte job 2021

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী রাজস্ব খাতে শূন্যপদে সর...